কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুতুবদিয়ায় পানিতে ডুবে রেজাউল হাসান নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) সকালে সাড়ে ৯ টার দিকে উত্তর ধূরুং জইজ্জার পাড়ায় পানিডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ওই গ্রামের মো. আজম উদ্দিনের শিশু পুত্র রেজাউল হাসান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম আল মামুন শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ডুবে, পানি
Facebook Comment