কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামে সাড়ে ৪ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ মার্চ) উত্তর কৈয়ারবিল ইসমাইল হাজীর পাড়ায় এমন ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১টার দিকে ওই গ্রামের আব্বাছ উদ্দিনের শিশু পুত্র আব্দুর রহমান খেলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল শিশুটি মৃত বলে জানান বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়।
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া, ডুব, পুকুর
Facebook Comment