খাগড়াছড়িতে মহিলা দল ও ছাত্রদলের বিক্ষোভ


শিশু আছিয়া ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবীতে খাগড়াছড়িতে প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা মহিলা দল। একই দাবীতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদল।
সোমবার(১০ মার্চ) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দল একটি প্রতিবাদী মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে সামনে আয়োজিত প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরা বিদেশের মাটিতে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যায় করছে।
সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা মহিলাদল ও বিভিন্ন উপজেলা,পৌর শাখার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শিশু ও নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরনের প্লে-কার্ড বহন করে।
একই দাবীতে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় প্রতিবাদী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন,জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদলের আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, সহ-আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আঃ মান্নান, সদস্য মো: রফিক, মো: মাসুদ, জাহির হোসেন জিকু প্রমুখ।