খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ
বৃষ্টি না থাকায় খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি নামায় জেলার দীঘিনালায় আড়াই শতাধিক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। সাজেকসহ রাঙামাটির দুই উপজেলা বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।
এদিকে পানি নামতে শুরু করায় দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি তীব্র সংকট দেখা দিয়েছে। সে সাথে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
উল্লেখ, গত কয়েক দিনের প্রবল বর্ষণে খাগড়াছড়ি জেলায় প্রায় সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক পরিবার। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। পানিতে তলিয়ে যাওয়ায় শাক-সবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।