খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ী সেলিমকে ভ্রাম্যমান আদালতের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

fec-image

খাগড়াছড়িতে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান সাকিল এ দণ্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেহেদী হাসান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জেলা শহরের মেহেদীবাগ এলাকার একটি স’মিলে অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: সেলিম উদ্দিন (৩২) কে হাতেনাতে আটক
করে।

দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ আটক মাদক ব্যবসায়ীকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর রিরুদ্ধে এর আগেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। রাতেই তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন