খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক সহিদুজ্জামান
খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো: সহিদুজ্জামান। এর আগে তিনি খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ছিলেন।
বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ বিভাগের উপ-সচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই আদেশে খাগড়াছড়িসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৫ আগস্ট এক আদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রায় ৩ বছর ৩ মাস দায়িত্ব পালন করেছেন। যা এখন পর্যন্ত দীর্ঘ সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তা।
খাগড়াছড়ির পর্যটন শিল্পের উন্নয়নসহ মানব সেবায় প্রতাপ চন্দ্র বিশ্বাস জেলাবাসীর কাছে মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাতি অর্জন করে।
জানা গেছে, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব হিসেবে ১৩ জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস একজন। উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির পর জেলা প্রশাসক পদে এই রদবদল আনা হলো।