খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহত হওয়ার ঘটনায় খাগড়াছড়িতে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (৩ আগস্ট) বিকালে ভোলায় আহত ছাত্রদল নেতা নুরে আলম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে আদালত সড়ক ঘুরে ভাঙ্গাব্রিজ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পি মজুমদার ও ছাত্রী বিষয়ক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।