ঘুমধুমে চুরি হওয়া গরু স্থানীয় কর্তৃক উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু উলুবনিয়া পাড়ার স্থানীয়রা চুরি হওয়া ৪টি গরু চুরের কবল থেকে উদ্ধার করেছে।
বুধবার (৭ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে ঘুমধুম ইউপির তুমব্রু উলুবনিয়া পাড়া দিয়ে কয়েজন অচেনা মানুষ ৪টি গরু নিয়ে যেতে দেখলে তাৎক্ষণিক স্থানীয় যুবকরা জিজ্ঞেস করলে গরু ছেড়ে দিয়ে চুরেরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
উদ্ধারকারীরা জানান, চুরি হওয়া ৪টি গরুর মালিক ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়বিলের বাসিন্দা বদি আলম।
এবিষয়ে বদি আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় ২টি গাভী ও ২টি বাছুর গোয়াল ঘরে রাখে এবং সকালে ওঠে দেখে গোয়াল ঘর শূন্য। পরে জানতে পারেন তুমব্রু একালার স্থানীয়রা চোরের হাত থেকে গরুগুলাে উদ্ধার করেছে। পরবর্তীতে গরু ৪টি তাদের কাছ থেকে নিয়ে যায় বলেও জানান তিনি।
প্রাপ্ত তথ্যমতে গরু চুরের সদস্যরা হল-ঘুমধুম বড়বিল ৭নং ওয়ার্ডের হাকিম ২০ পিতা শমশুল আলম, জিল্লুর রহমান ২২ ফরিদ আলম, গফুর ১৮।
তুমব্রু এলাকার চোরাইগরু উদ্ধারকারী কোরবান আলী, আবছার ড্রাইভার জানান, ভোরের দিকে উক্ত গরু চুরের হাত থেকে উদ্ধার করে। গরুগুলো স্থানীয় একটি চক্রের যোগসাজশে মিয়ানমারের নাগরিকদের বিক্রির উদ্দেশ্য নিয়ে আসছিল বলেও মন্তব্য করেন উদ্ধারকারী।
এ বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, চুরি হওয়া গরু স্থানীয়রা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি