ঘুমধুমে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক পর্যায়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) ঘুমধুম এশিয়ান হাইওয়ে সড়কস্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রীতি ফুটবল ম্যাচে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ শাহজাহান, ইউপি সদস্য আনোয়ার ইসলাম সিকদার, বাবুল কান্তি চাকমা, আবুল কালাম, কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, সভাপতি মুসলিম উদ্দিন, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, সভাপতি ছৈয়দ আলম, আব্বাস উদ্দিন, কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, তরুণ ব্যবসায়ী সেলিম উদ্দিন , কবির আহমদ, সাবেক ফুটবলার মো. নুরুল আবছার, এনামুল হক, আব্দুল হামিদ, মোবাশ্বেরুল হক প্রমুখ।
ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দুর রহমান হীরার পরিচালনায় উক্ত প্রীতি ফুটবল ম্যাচে ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাদশের অধিনায়কের দায়িত্বে ছিলেন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন সিকদার, কচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়কের দায়িত্বে ছিলেন পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন।
এতে ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচে ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী হন দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ও আমন্ত্রিত অতিথিরা।