ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা
শক্তি বাড়িয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা পরিস্থিতি মোকাবেলায় সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা আশ্রয়কেন্দ্র স্কুল ও মাদ্রাসাসহ হোটেলে আশ্রয় নেওয়ার জন্য ছুটছে।
শনিবার (১৩ মে) বিকেলে থেকে সেন্টমার্টিনদ্বীপে এমন দৃশ্য দেখা যায়।
সেন্টমাটিন দ্বীপের বাসিন্দা আয়াত উল্লাহ জানান, দ্বীপে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় মোখার আশঙ্কা। সাগরের পানি বাড়তে শুরু করছে। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তাই আমরা এখন থেকে নিরাপদ স্থানে চলে যাচ্ছি। যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হবে না যতক্ষণ পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকবো।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপে আগের চেয়ে ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়ছে। আমরা দ্বীপের মানুষদের নিরাপদে চলে যাওয়ার জন্য বিভিন্ন প্রচার প্রচারণা করে আসছি। আজ ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়ার কারণে সাধারণ মানুষ আস্তে আস্তে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসছে। আশ্রয় নেওয়া লোকজনদের জন্য আমরা খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে রাখছি।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, সেন্টমার্টিন দ্বীপে মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য তারা আশ্রয়কেন্দ্র ও স্কুল, মাদ্রাসাসহ হোটেলগুলোতে আশ্রয় নিচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেকোন দুর্ঘটনা এড়াতে মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য।