চকরিয়ায় বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো.নজরুল ইসলাম (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি এসকেএস ফাউন্ডেশন চকরিয়া উপজেলার খুটাখালী ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার মহাসড়কের উত্তর মেধাকচ্ছপিয়া বাজারের সামনেড় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মেহেদী হাসান জানান, রবিবার সকালে মালুমঘাট বাজার থেকে মোটরসাইকেল যোগে খুটাখালী বাজারে যাচ্ছিল নজরুল ইসলাম।
সকাল সাড়ে ১০টায় উত্তর মেধাকচ্ছপিয়া বাজারের সামনে পৌঁছলে কক্সবাজারগামী এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার বাইকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।