চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পূর্বদিকে লামার ফাইতংয়ে পানির মোটরের ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া সংলগ্ন ফাইতং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফাহিম ইসলাম চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপকূল গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত ফাহিমের স্থানীয় বড় ভাই আবদুল্লাহ আল নোমান জানান, ফাহিম একজন কাঁচামালের ব্যবসায়ী। পাশাপাশি বিদ্যুতের ওয়ারিংয়ের কাজও করে থাকে। স্থানীয় এক ইলেকট্রিক মিস্ত্রীর ডাকে সাড়া দিয়ে ফাহিম পার্শ্ববর্তী ফাইতং এলাকায় বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতে যান। সেখানে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যান।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন জানান, সে খুবই ভালো ছেলে। মূলত ফাহিম বিদ্যুৎয়ের কাজ করতে গিয়ে অসাবধানতায় তার আকস্মিক মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।