চকরিয়ায় ৩ ডাকাতসহ ১৪ আসামী গ্রেফতার


কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর সড়কে শনিবার রাতে সিএনজি যাত্রীদের নামিয়ে হাত-পা বেঁধে রেখে ডাকাতির ঘটনায় পুলিশ তাৎক্ষণিক মানিকপুর পাহাড়ে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। একইসঙ্গে পুলিশের একাধিক টিম রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার আরও ১১ পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রোববার (২৪ মে) চকরিয়া থানা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানিয়েছে, কক্সবাজারের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফউদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীকে গ্রেফতার করেন।
এদিকে, রাতে পুলিশের চলমান অভিযানের একপর্যায়ে মানিকপুর সড়কে ডাকাতির খবর পেয়ে পুলিশের বিভিন্ন টিম তাৎক্ষণিক সেখানে পৌঁছে পাহাড়ে অভিযান চালিয়ে তিন ডাকাতকে ধরতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার ফিরোজ আহম্মদের ছেলে মিরাজ উদ্দিন (৩৫), কাকারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মাইজকাকারা দরগাহ গেইট এলাকার মোহাম্মদ শুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন (৩৪) ও কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পূর্ব কাকারা পাহাড়তলি এলাকার আবু নোমানের ছেলে মোহাম্মদ আলী হায়দার সৌরভ প্রকাশ শরীফ (২৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে।
এছাড়াও পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত অপরাপর আসামিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড দক্ষিণ রংমহল এলাকার মোস্তাফিজের ছেলে ইসমাইল হোসেন (৩০), বরইতলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পশ্চিম হিন্দু পাড়া এলাকার জয়রাম দের ছেলে সনেট দেন (৩৫), ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রংমহল নতুন পাড়া এলাকার মফজুল আহমদের ছেলে সাইফুল ইসলাম (২৭), কৈয়ারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলাম নগর এলাকার মোহাম্মদ লিয়াকত আলী চৌকিদারের পুত্র নাছির উদ্দিন, চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ড পুকপুকিরিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে নুরুল কবির (৩৮), বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া এলাকার সাব্বির আহমদের ছেলে নাছির উদ্দিন, খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সেগুন বাগিচা এলাকার আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম, একই এলাকার খলিলুর রহমানের ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার আলী হোছনের ছেলে সামসুদ্দিন (৪৪), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও একই এলাকার মৃত বশির উল্লাহর ছেলে নুরুল ইসলাম (৭০)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে মানিকপুর সড়কে ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিন ডাকাতকে ধরতে সক্ষম হয়। এছাড়া নিয়মিত অভিযানে পুলিশ একজন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় আরও ১১ আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার দুপুরে ধৃত আসামিদের চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।