চকরিয়ায় অবৈধভাবে মজুদকৃত ১৭০ বস্তা সার জব্দ
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ।
বুধবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার কোনাখালী ইউনিয়নের শহরিয়াপাড়া স্টেশনে কৃষি বিভাগের কর্মকর্তারা এসব সার জব্দ করে দোকানে সিলগালা করে দিয়েছেন।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাসিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
নাসিম হোসেন বলেন, কোনাখালী ইউনিয়নের শহরিয়া স্টেশন এলাকায় খুচরা সার বিক্রেতা মনির আলম তার দোকান অবৈধ উপায়ে চোরাই ইউরিয়া সার এনে মজুদ করে রাখে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহিউদ্দিন ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদ্দাম হোসেন খুচরা বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় দোকানের গুদাম থেকে অবৈধ উপায়ে মজুদকৃত ১৭০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
নাসিম হোসেন আরও বলেন, জব্দকৃত এসব ইউরিয়া সারের বৈধতা জানতে আমরা ইউনিয়ন সার ডিলার আবু তাহেরকে জিজ্ঞাসাবাদ করি। কিন্তু তিনি এসব সার খুচরা বিক্রেতা বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেন। জব্দকৃত সার স্থানীয় কোনাখালী ইউপি সদস্য শামসুল আলমের জিম্মায় রেখে দোকান সিলগালা করা হয়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।