চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ হোসেন (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২০ মে) দুপুর ২টার দিকে কক্সবাজার মহাসড়ের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নস্থ বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত যুবক ইমদাদ হোসেন ঢাকা-১২৩১, উত্তরখান এলাকার শাহা মাজার রোর্ডস্থ ১৮৮১/এ নম্বর বাসার মৃত অহিদুর রহমানের ছেলে।
মৃত্যূর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার এসআই মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী ইমদাদ হোসেন কক্সবাজারে ভ্রমণে এসেছিল। ভ্রমণ শেষে শুক্রবার (২০ মে) দুপুরের দিকে তারা ৬ জন বন্ধু ৬টি মোটরসাইকেল যোগে ঢাকাই ফিরছিল। ফেরার পথে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং বুড়ির দোকানের সামনে পৌঁছলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী গ্যাসের টাংকি ভর্তি পিকআপ গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইমদাদ গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।