চন্দ্রঘোনা ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যর শপথগ্রহণ
সমাজ উন্নয়নে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ভুমিকা অনেক বেশি। একটি হাত হল চেয়ারম্যান এবং হাতের ৫টি আঙ্গুল হল ইউপি সদস্য(মেম্বার)।
বুধবার(৫ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২নং ওয়ার্ডের সদস্য নিহার রঞ্জন তনংচঙ্গ্যার শপথ গ্রহণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল উপরোক্ত বক্তব্য রাখেন।
সম্প্রতি চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. মোস্তফার মৃত্যুজনিত কারনে উক্তপদটি শুন্যস্থলে (৩০ডিসেম্বর ২০১৯) উপনির্বাচন হয়। নির্বাচনে নিহার রঞ্জন তনংচঙ্গ্যা বিজয়ী হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় নির্বাহী অফিসার বড়ইছড়ি সভাকক্ষে অনুষ্ঠানিকভাবে উক্ত সদস্যকে শপথগহণ করানো হয়।
অনুষ্ঠানে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা কানুনগো মনিরুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, ইউপি সদস্য মাঈনুল আলম মনা, মাহাবুব আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।