ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে পেকুয়ায় শিক্ষার্থীদের দেয়াল লিখন

fec-image

সারাদেশের ন্যায় ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কক্সবাজারে পেকুয়ায় শিক্ষার্থীরা দেয়ালে বিভিন্ন অঙ্কন করেছে এবং বিভিন্ন লিখন দিয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা এই অঙ্কনে অংশ নেয়।

ছাত্র আন্দোলনে নিহত পেকুয়ার ওয়াসিম আকরাম, রংপুরের আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রতিকৃতি অঙ্কন করেছে শিক্ষার্থীরা।

‘কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত–জমাট শিকল পূজার পাষাণ–বেদী’ কাজী নজরুল ইসলামের এই রণসংগীত দেয়ালে লিখেছে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থী নাজিফা ফাহমি। সে বলে, আমরা দ্বিতীয়বার মুক্ত স্বাধীনতা পেয়েছি। এটিকে স্মরণীয় করে রাখতে দেয়ালে অঙ্কন করছি।

জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার সরকারি কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল ইসলাম, চট্টগ্রাম কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা সাদিয়া জান্নাত প্রিয়া, চকরিয়া সরকারি কলেজ অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মিজবাহ উদ্দীন।

তাঁরা বলেন, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পেকুয়ার সন্তান মোহাম্মদ ওয়াসিম আকরাম নিহত হন। তাঁর এলাকাকে রাঙিয়ে তুলতে তিনিসহ শহিদদের মধ্যে আলোচিতদের প্রতিকৃতি অঙ্কন করেছে শিক্ষার্থীরা।

পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম নাফিজ বলে, জিএমসি স্কুলের দেয়ালে আমরা প্রতিবাদী গণ সংগীত লিখছি, শহিদ মিনার আঁকছি, শহিদদের প্রতিকৃতি আঁকছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন