জাতীয় পুষ্টি সপ্তাহে মানিকছড়ি হাসপাতালে ত্রাণ বিতরণ

fec-image

জাতীয় পুষ্টি সপ্তাহ(২৩-২৯) এপ্রিল উপলক্ষে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত পর্যালোচনা সভা শেষে রোগীদের মাঝে ত্রাণ, সাবান ও মাক্স বিতরণ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রতন খীসার সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় চলমান পুষ্টি সপ্তাহের কার্যক্রম সর্ম্পকে অবহিত করা হয়। এরপর হাসপাতালের চিকিৎসকদের নিজস্ব অর্থায়ণ ও পুষ্টি সপ্তাহের বরাদ্দের আংশিক অর্থ দিয়ে দুইটি কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালের আউট ডোর-ইনডোরে থাকা ৩৫জন রোগীর হাতে ত্রাণ-সামগ্রী, সাবান ও মাক্স বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খায়রুল বাশার।

এ সময় কমিউনিটি উপসহকারী মেডিক্যাল অফিসার ডা. মো. মহিউদ্দীনসহ কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি, হাসপাতালে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন