জুরাছড়ির দু’ইউপি নির্বাচন স্থগিত

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এ নির্বাচন কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি জুরাছড়ি উপজেলার মৈদং এবং দুমদুম্যা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ দু’টি ইউনিয়নের নির্বাচন হঠাৎ করে স্থগিত করা হয়েছে। তবে উপজেলার বাকী দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
Facebook Comment