টেকনাফে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

fec-image

টেকনাফে ভূমি সেবা সপ্তাহ ২০২২ ইং উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ মে) টেকনাফ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলিসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, টেকনাফের মানুষ যেন প্রকৃত ভূমি সেবা গ্রহণ করতে এসে হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। ভূমি অফিসের আশেপাশে উৎপেতে থাকা দালালগুলো যদি ভূমি অফিসের নাম বিক্রি করে সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি করে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সরকার জনগণের ভূমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভূমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভূমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। এ বিষয়টি আমাদের বেশি বেশি প্রচার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি বলেন, আমার জানামতে টেকনাফের মানুষ দ্রুত ভুমি সেবা পাচ্ছে। ভূমি সেবা নিতে এসে কেউ যদি আইনের ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, টেকনাফ, ভূমি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন