টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণরোধ ও এলাকার সার্বিক আইনশৃংখলা রক্ষার্থে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বেলা ১১ টায় টেকনাফ সদর ইউনিয়নের উদ্যোগে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সম্মোলন কক্ষে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বক্তারা বলেন, মাদক পাচারকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। এরা সমাজের ব্যাধি। এক্ষেত্রে এলাকার মানুষের অগ্রণী ভূমিকা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিরা চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যারা মাদক, মানব পাচারে জড়িত সে সব অপরাধীদের রেহাই না দিয়ে আইনশৃংখলা বাহিনীকে সঠিক তথ্য প্রদান করে আইনের আওতায় আনা সম্ভব। এছাড়া টেকনাফের বিভিন্ন এলাকায় দিন দিন অপহরণ ঘটনা বেড়েই যাচ্ছে । ফলে আতঙ্কে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। তাই টেকনাফকে সুরক্ষিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ সহকারি পরিদর্শক আমজাদ হোসেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান- ১ জহির উদ্দিন, রশিদ আলম মেম্বার, রানু আক্তার মেম্বার, গ্রাম পুলিশ মনছুর আলম, সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, আনন্দ টিভির টেকনাফ প্রতিনিধি শহিদ উল্লাহ, মাও. সাইফুল্লাহ প্রমুখ।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালাল আহমদ মেম্বার, লাইলা বেগম মেম্বার, সমাজকর্মী জাফর আলম, সংবাদকর্মী মো. ইউনুছ অভি, ওবাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।