টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২


কক্সবাজার টেকনাফের মনতলিয়া এলাকায় র্যাব-১৫ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হচ্ছে- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনতলিয়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র শফি উল্লাহ (৪৫) ও একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র নুরুল বশর (৩৮)। শুক্রবার (২৭ জুন) সকালে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক উক্ত তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদে জানতে পারা যায় কক্সবাজার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউপির মনতলিয়া এলাকায় কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে ২৬ জুন বিকালে ওই স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শফি উল্লাহ ও নুরুল বশরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, দুটি ফোনসহ ওই দুজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।