টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল কাল থেকে শুরু
বর্ষা মৌসুমের শেষে শুরু হতে চলেছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে বার আউলিয়া নামক একটি জাহাজ।
সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের পরিচালক বাহাদুর ও কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠক মঙ্গলবার রাতে শুরু হয়েছে। এই বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট বলেন, আজ মঙ্গলবার পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বুধবার থেকে পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে।
বার আউলিয়ার পরিচালক বাহাদুর বলেন, আজ আমাদের জাহাজ পরীক্ষামূলক চালু হয়েছে। আমরা জেলা প্রশাসকের একটি টিমসহ সেন্টমার্টিনে পৌঁছেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বুধবার থেকে পর্যটক নিয়ে যেতে পারব। তবে ইতোমধ্যে আমাদের অনলাইনে অনেক বুকিং হয়েছে।