টেকনাফ স্থল বন্দর দিয়ে ৮০৩.৭৯৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস


টেকনাফ স্থল বন্দর দিয়ে বৃহস্পতিবার ৮০৩.৭৯৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। এর আগের দিন বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ স্থল বন্দরে মিয়ানমার থেকে ৫৮৪মেট্রিক টন পেঁয়াজ আমদানী হয়েছিল। এপর্যন্ত মিয়ানমার থেকে ৫৫৯৭.৭৯৮ মেট্রিক টন মতো পেয়াঁজ আমদানী হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল, স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসক টেকনাফ স্থল বন্দর পরিদর্শন করেছিলনে। দেশের চাহিদা ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিধি দল ব্যবসায়ীদের সাথে পেঁয়াজের মূল্যে যাতে কারসাজি না হয় ও কৃত্রিম সংকটের সৃষ্টি না হয় সে ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, টেকনাফ স্থল বন্দর দিয়ে বৃহস্পতিবার ৮০৩.৭৯৮ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে।