তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকে যৌন নির্যাতনের মামলায় আজাহার আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পিরোজপুরের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বৃদ্ধকে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার এক শিশুর বাবা কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আজাহার আলী মোল্লা কচুয়া উপজেলার চর সোনাকুড় গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন হোসেন বলেন, গেল ৩০ জুলাই দুপুরে প্রতিবেশী তিন শিশুকে গাব খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যান। তাদের গাব খাওয়ানোর পরে যৌন নির্যাতন করেন। এদের মধ্যে এক শিশু তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে আজাহার আলী মোল্লার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরে আসামি আজাহার আলী মোল্লা গা ঢাকা দেন। পুলিশ অভিযান শুরু করে এক পর্যায়ে বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুরের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।