দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
“সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার রাঙ্গাবন রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মহি উদ্দীন মাহি।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সদস্য সচিব এসএম মাসুম রানা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিব।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক মনসুর আলম হীরা, আল আমিন হাওলাদার, আশরাফুল আলম রনি প্রমুখ।