দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ

দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বিজিবি সদর দফতরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম, পিবিজিএম।
অনুষ্ঠানে বাবুছড়া ব্যাটা. (৭ বিজিবি)`র অধিনায়ক বিএ-৫৩১৮ লে. কর্নেল ইসতেয়াক আহম্মদ, এসপিপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র অধিনায়ক বিএ ৫৪২৯ লে. কর্নেল মো. মিজানুর রহমান পিএসসি, খাগড়াছড়ি ৩২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমদাদুল হক পিএমসি অর্ডিন্যান্স, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু।
অনুষ্ঠানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর সবাই প্রীতিভোজে অংশ নেন।
নিউজটি ভিডিওতে দেখুন: