দীঘিনালায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

fec-image

দীঘিনালায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজনে উপজেলা স্বাধীনতা মঞ্চের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে জাতীয় পতাকা ও দুপ্রক পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে মানববন্ধনের র‌্যালি বের করা হয়। দীঘিনালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি জেসমিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আমল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, হাচিসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।

এতে আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. আবুল হাসনাত খাঁন, ছোটমেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, সমবায় অফিসার ত্রিরত্ন চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, হেডম্যান পারপেল দেওয়ান, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি করব না- শুধু মুখে বললে হবে না, নিজে দুনীতি করব না, দুনীতি প্রশ্রয় দিব না, কাউকে দুর্নীতি করতে দেব না। সকল কাজে নিজের বিবেক বিবেচনা দিয়ে করতে হবে। নিজেকে আগে চিনতে হবে। সকল কাজে মানবিক বিবেচনা করে করতে হবে। সকল দুর্নীতি প্রধান কারণ মিথ্যা, ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল কাজে জবাবদিহীতা থাকা হবে। তাহলে সকল দুর্নীতি নিরসন করা সম্ভব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন