দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়ির দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীঘিনালা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) ওআইসি মেজর ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন আবদুল্লাহ হিল মাফি ও ক্যাপ্টেন ফারদিন আফজাল।

এসময় শতাধিক অসহায় দুস্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবণ বিতরন করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লেফট্যানেন্ট কর্নেল রুমন পারভেজ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতে অসহায় দুস্থদের মাঝে আর্মির পক্ষ থেকে সমান্য ঈদ উপহার প্রদান করা হলো।

ঈদ উপহার পেয়ে কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আরোজা বেগম (৫৩) বলেন, ঈদ আসলে আর্মিরা গরীব মানুষকে ঈদ করার জন্য সাহায্য দেয়। আমাকেও ঈদের উপহার দিয়েছে ভালো করে ঈদ করতে পারব। আর্মিরা অনেক ভালো গরীবের দুখ বুঝে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন