দেশে চাহিদা অনুযায়ী লবণ মজুদ আছে, সংকটের আশঙ্কা নাই

fec-image

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, দেশে চাহিদা অনুযায়ী লবণ মজুদ আছে। সংকট হওয়ার কোন আশঙ্কা নাই। যা আছে তা দিয়ে আগামী লবণ মৌসুম পর্যন্ত চলবে।

লবণ শিল্পের উন্নয়নে উৎপাদন পর্যায়ে কক্সবাজার জেলা কমিটির সাথে স্টেক হোল্ডারদের মত বিনিময় সভায় এমপি আশেক উল্লাহ রফিক এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে গত ২১ জুন অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, কক্সবাজার মিল মালিক সমিতির সভাপতি মো. সামছুল আলম আজাদ, বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল লবণ শিল্পের উন্নয়নে বক্তব্য উপস্থাপন করেন। তারা দেশীয় লবণ শিল্প বাঁচাতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিসিকের কক্সবাজার জেলা ব্যবস্থাপক জাফর ইকবাল জানান, দেশে লবণের চাহিদা ধরা হয় ২২.১৭ লক্ষ মে.টন। ২০২০-২০২১ লবণ মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ১৬.৫১ লক্ষ মে.টন। মৌসুম শুরুতে প্রারম্ভিক মজুদ ছিল ৩.৪৮ লক্ষ মে.টন। মৌসুম শেষে দাঁড়ায় ১৯,৯৯ লক্ষ মে.টন। ১৫ জুন মাঠ পর্যায়ে লবণ মজুদ আছে ৯.৬০ এবং মিল পর্যায়ে ১.৮৫ লক্ষ মে.টন। ৪ মাস বাদে নভেম্বর থেকে লবণ মৌসুম আরম্ভ।

অনলাইন সভায় বিভিন্ন উপজেলা লবণ চাষী সমিতির নেতৃত্ববৃন্দ, বিসিক লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, জেলা কার্যালয় ও বিসিক প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লবণ, লবণ শিল্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন