নাইক্ষংছড়িতে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

fec-image

বান্দবানের নাইক্ষংছড়ি উপজেলায় পৃথক অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন (২২), রামুর কচ্ছপিয়া ইয়নিয়নের বাসিন্দা গৌরহরি কর্মকার এর ছেলে অরবিন্দ (৪৫), নাইক্ষংছড়ি উপজেলার ব্যবসায়ী পাড়ার জাফরউল্লাহর ছেলে নজিব উল্লাহ (৩০), নাইক্ষংছড়ি হাইস্কুল পাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আবছার প্রকাশ সুমন(৩৬)।

জানা গেছে, কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নাইক্ষংছড়ি উপজেলার বাজার সংলগ্ন ছালেহ আহমদ হাইস্কুল এলাকা থেকে ১০০টি ইয়াবা ও চোলাই মদসহ মাদক কারবারি নুরুল আবছার প্রকাশ সুমনকে আটক করা হয়।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল মোস্তাফা জানান, আটক সুমনরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে। একই দিনে নাইক্ষংছড়ি সদর এলাকায় পৃথক অভিযানে মাদক সেবী আলাউদ্দিন, অরবিন্দু ও নজিবুল কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষংছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু।

ইয়াবাসহ সুমন ও মাদক সেবী তিনজনকে আটক করে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ সিরাজুল জানান, আটক মাদক কারবারির ও মাদক সেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন