নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে ইয়াবাসহ রহমত উল্লাহ (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পাবেল মল্লিকসহ ঘুমধুম ইউপির ৫ নং ওয়ার্ড টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়ার গার্ডেনের প্রবেশমুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে আসামিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নিকট হতে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। আটককৃত ব্যক্তি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ নং বল্কের মৃত ফয়েজ উল্লাহর ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএমর সার্বিক নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।