নাইক্ষ্যংছড়িতে দুর্যোগ পরবর্তী ৯০০ পরিবারে পার্বত্যমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ

fec-image

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগ পরবর্তী ৯০০ দুর্গত পরিবারের মাঝে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে ত্রাণ বিতরণ করছেন উপজেলা প্রশাসন ও বান্দরবান জেলা পরিষদের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সারাদিন প্রথম দফায় উপজেলার ৫ ইউনিয়নের বন্যাকবলিত ও পাহাড় ধসে ৫ শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বাকি ত্রাণ শুক্রবার (১১ আগস্ট) বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার থেকে ৫ দিন টানা বর্ষণে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। আর পাহাড় ধসসহ নানাভাবে ক্ষতিতে পড়ে আরো কয়েক হাজার পাহাড়ি-বাঙালি পরিবার । এরই মধ্যে বন্যার পানি নামতে শুরু করে বুধবার বিকাল থেকে। তবে কিছু এলাকায় এখনও পানিবন্দি রয়েছে কয়েকশ মানুষ। তন্মধ্যে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে আছে ২টি এলাকা।

এ অবস্থায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান জেলা পরিষদ এবং জেলা ও উপজেলা প্রশাসন জরুরী ত্রাণ পৌছান ক্ষতিগ্রস্তদের জন্যে।

বৃহস্পতিবার পার্বত্যমন্ত্রী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ ক্ষতিগ্রস্তকে ত্রাণ পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে এসব ত্রাণ বিতরণ করে দেয়া হয়। যা ঘুমধুমের ১৫০ জনকে, সদরের ১২০ জনকে, বাইশারীর ১০০ জনকে, সোনাইছড়িতে ৬৫ জনকে আর দোছড়িতে ৬৫ জনকে এ ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণের মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু ও, ১ কেজি লবণ।

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।

এদিকে বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ক্যানে ওয়ান চাক বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন তহবিল থেকে (জিআরখাতের) বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০০ খাদ্যসামগ্রীর প্যাকেট ত্রাণ পার্বত্য মন্ত্রীর পক্ষে বিতরণ করা হচ্ছে।

জরুরিভাবে খাদ্য সামগ্রী হাতে (ত্রাণ) পেয়ে বেজায় খুশি নাইক্ষ্যংছড়ির প্রতিটি দুর্গত এলাকার মানুষ। তারা মন্ত্রী বীর বাহাদুরের এ পদক্ষেপে তাকে সাধুবাদ জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রাণ, দুর্যোগ, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন