আলীকদমে ১২’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

fec-image

বান্দরবানের আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২শ পরিবার ও প্রান্তিক কৃষকের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০ টার সময় ৩নং নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দুংড়ি মং মার্মা।

এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব।

জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, প্রান্তিক কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অত্র উপজেলা বন্যার পানিতে প্লাবিত ৩নং নয়াপাড়া ইউনিয়ন, আলীকদম সদর ইউনিয়ন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ, ৪নং কুরুকপাতা ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি, আলু ২ কেজি,পেঁয়াজ ১ কেজি,লবণ ৫০০ গ্রাম, তেল ৫০০গ্রাম করে ১২ শ পরিবারকে দেওয়া হবে ত্রাণ সামগ্রী।

এদিকে ২নং চৈক্ষ্যং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নেন এবং বন্যার পানিতে ভাঙ্গনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন. বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

পরিদর্শনের পর ২নং চৈক্ষ্যং ইউনিয়নে বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শিরিন আক্তার রোকসানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তানভীর হাসান,আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাবু শুভ রঞ্জন বড়ুয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারন সম্পাদক জমির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন রুবেলসহ প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, ত্রাণ, পরিবার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন