নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে আ’লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের তুলাতলী ও জারুলিয়াছড়ি গ্রাম সহ মোট ৭টি গ্রামে ২৬০টি কর্মহীন অসহায় ঘরবন্দী মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার।
বুধবার ৬ মে ও ৭ মে বৃহস্পতিবার দৌছড়ি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ৭টি গ্রামে পার্বত্যমন্ত্রীর পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে নিজ উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যন্ত এলাকার মানুষ পবিত্র মাহে রমজানের এসব খাদ্যসামগ্রী পেয়ে অনেক আনন্দিত হয়েছেন বলে জানান। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলা, খেঁজুর, তৈল, চিনি, পেঁয়াজ, আলু, মুড়ি সহ অন্যান্য জিনিস।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান জানান, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি, মহোদয়ের পক্ষ থেকে দুর্গম জনপদের লোকজনের মাঝে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়ায় নিজ উদ্যোগে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারায় তিনি আনন্দিত। তিনি এলাকার সকল বিত্তবানদের এই দুর্যোগময় মুহুর্তে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া আগামীতেও এ সাহায্য অব্যাহত থাকবে বলেও তিনি জানান।