মহেশখালীতে আ’লীগ সভাপতির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

fec-image

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির সিকদার কর্তৃক লম্বাঘোনা বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল দীর্ঘদিন ধরে। এই জমিতে বেশ কয়েক দফা অভিযান চালায় প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ মার্চ) সকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী আদালত, সরকারি পাহাড় কেটে অবৈধ স্থাপনায় নির্মাণকৃত দোকান গুড়িয়ে দেন।

অভিযান কালে সাথে ছিলেন মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের সহকারী শিমুল, মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট সহ স্থানীয় সাংবাদিকগণ।

মহেশখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট-খোরশেদ আলম চৌধুরী বলেন, সরকারি পাহাড় কাটা আইনগত অপরাধ, সরকারি সম্পাদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

মহেশখালীর যে কোন স্থানে সরকারি জমি দখল ও পাহার কাটার সংবাদ আপনারা উপজেলা প্রশাসনকে দেন, তারা যে দলের হোক না কেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি খাস জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা গুরুতর অপরাধ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আ’লীগ, ইয়াবা নেটওয়ার্ক ভাঙ্গতে তৎপর প্রশাসন, খাস জমিতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন