নাইক্ষ্যংছড়িতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আলী হোসেন
আসন্ন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আলী হোসেন। মনোনয়ন প্রত্যাহারের আগেই অপর প্রার্থী নূর মোহাম্মদ নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার আবেদন করায় আলী হোসেন একক প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট তিনি নিজের মননোয়নপত্র প্রত্যাহারের আবেদন করলে রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর মো: ছালেহ বলেন- ৭নং ওয়ার্ডে ২জন প্রার্থীর মধ্যে নুর মোহাম্মদ ব্যাক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। যার কারণে ওই ওয়ার্ডের অপর প্রার্থী আলী হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে নির্বাচনের আগে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ইতোমধ্যেই ২জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরেফ উল্লাহ ছুট্টু।
আগামী ১৪ অক্টোবর এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।