নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে ১২টি বার্মিজ গরু জব্দ
নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযানে ১২টি বার্মিজ গরু জব্দ করে ১১ বিজিবি। দুদিনে তারা এ গরুগুলো সীমান্তের দুটি পয়েন্ট থেকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম অভিযান শুরু হয় সোমবার (২৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে। সে অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে কালাচান্দের পাহাড় নামক স্থান থেকে মালিকবিহীন ৩টি বার্মিজ গরু জব্দ করে ১১বিজিবির অধীন লেম্বুছড়ি বিওপির টহল দল।
উদ্ধারকৃত গরুগুলো ব্যাটালিয়নে জমাদানসহ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপর দিকে একই বিজিবির নিয়ন্ত্রণাধীন ভাল্লুকখাইয়া বিওপি কর্তৃক মিয়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আসা ৯টি গরু আটক করার খবর পাওয়া গেছে। গরুগুলো নাইক্ষ্যংছড়ি জোন সদরের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমের দিকনির্দেশনায় বিভিন্নভাবে অভিযানের ফলে মিয়ানমার থেকে অবৈধ গরু আসা অনেকটাই কমে এসেছে।