নানিয়ারচরে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী আটক
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের এক সশস্ত্র সন্ত্রাসী মনিশ চাকমা (৪০) আটক করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।
ওসি বলেন, শনিবার দিনগত রাতে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের দ্বিচান পাড়া এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে। আটক ব্যক্তি ইউপিডিএফ (মূল) দলের সেকশন কমান্ডার বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে দি¦চান পাড়ায় অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা একটি বাড়িতে আত্মগোপন করে থাকে। যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ৩১৫ বোর রাইফেল, ১ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড এ্যামুনিশন এবং ১ টি ওয়াকিটকিসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
ওসি বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করা হয়েছে।