নিরাপত্তার কারনে স্থগিত হলো কারিনার কনসার্ট
বিনোদন ডেস্ক:
অনেক জল্পনা কল্পনার অবসান অবসান ঘটিয়ে অবশেষে স্থগিত হলো কারিনা ও অনন্ত জলিলের ‘ক্লিন ঢাকা কনসার্ট’। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অনুরোধে কনসার্টটি স্থগিত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরবর্তীতে এ অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ঠিক কি কারণে স্থগিত করা হলো কনসার্টটি? ডিএমপির উপ কমিশনার (ডিসি)-মিডিয়া মারুফ হোসেন সরদার জানালেন, অন্তর শোবিজের সমন্বয়হীনতা ও সার্বিক বিষয়ে প্রস্তুতির ত্রুটি থাকায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।’
কিন্তু অন্তর শোবিজ বলছে ভিন্নকথা। প্রতিষ্ঠানটির স্ট্র্যটেজি হেড আনন্দ চৌধুরী বলেন, কারিনা ও দর্শকদের নিরাপত্তার জন্যই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আমাদের ধারনা ছিলো ২০ হাজার দর্শক সমাগম হবে। কিন্তু দর্শক তার চেয়েও বেশি হবে। অনেক গ্যাদারিং হবে। সামগ্রিক নিরাপত্তার কথা চিন্তা করেই প্রোগ্রামটি স্থগিত করা হলো। কিছুক্ষন পরেই সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ জানানো হবে।’