কাপ্তাই সেনা জোনের অধীনে শান্তিচুক্তির ২২বছর উপলক্ষে কনসার্ট

fec-image

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোন ২৩ই বেঙ্গল ডেয়ারিং টাইগার্স এর আয়োজনে সোমবার(২ ডিসেম্বর) কাপ্তাই নতুন বাজারের পাশ্ববর্তী মাঠে সন্ধ্যা ৬টায় এক সম্প্রীতি কনসার্টের আয়োজন করা হয়। সম্প্রীতি কনসার্ট উদ্বোধন করেন, কাপ্তাই সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তৌহিদউজ্জামন, পিএসপি,পিএসসি।

অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে বর্তমান সরকার পাহাড়ে তিন জেলায় ব্যাপক উন্নয়ন তথা চুক্তির বেশির ভাগ অংশ বাস্তবায়ন করছে। তার পরেও একটি শ্রেণির লোক পাহাড়ে শান্তিপ্রিয় লোকদের উপর নিষ্ঠুর নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজী, অস্ত্রবাজি করছে। যা মেনে নেওয়ার মত নয়। আমরা পাহাড়ি-বাঙালিদের পাহাড়ে শান্তি চাই। আর কেউ জদি সন্ত্রাস, চাঁদাবাজে লিপ্ত থেকে পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা তাদের রুখে দেব। তাই সন্ত্রাস, চাঁদাবাজ বন্ধ করে সকলে মিলে সম্প্রীতির বন্ধনে মিলে মিশে থাকার আহবান জানানো হয়।

পরে পাহাড়ি-বাঙালিদের নিয়ে পাহাড়ি নৃত্য, নাটিকা, বিভিন্ন গানসহ কনসার্টের আয়োজন করা হয়। উক্ত কনসার্ট উদ্বোধনীতে এ সময় ২৩ ই বেঙ্গলের বিভিন্ন পদবীর অফিসার সৈনিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলীল, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, নতুন বাজার বণিক সমিতির সভাপতি সাগর চক্রবর্ত্তী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্থানীয় গন্যমান্য প্রায় হাজার লোক উপস্থিত থেকে শান্তি চুক্তির আনন্দ কনসার্ট রাত ১০টা পর্যন্ত উপভোগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কনসার্ট, পার্বত্য, শান্তিচুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন