পানছড়িতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ২
পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে পানছড়ি-খাগড়াছড়ি সড়কের পোড়াবাড়ি এলাকায় বিশেষ অভিযানকালে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
এসময় নুর আহাম্মদ(২৩) ও মো, দাউদ নবী(২২) নামের দুইজনকে আটক করা হয়েছে। তারা দু’জন মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউপির দেওয়ানপাড়া এলাকার আবদুর রহিম ও মৃত আবু সাঈদের ছেলে।
জানা যায়, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদের দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন এসআই মো. মুহিউদ্দিন ও সংঙ্গীয় পুলিশ সদস্যরা।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আদান-প্রদানকারীদের এক বিন্দু পরিমাণ ছড়া দেয়া হবে না। অভিযান চলমান থাকবে। আটক দু’জনের বিরুদ্ধে থানায় বিধি মোতাবেক মামলা প্রক্রিয়াধীন ।