পানছড়ির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবি’র সহায়তা প্রদান

fec-image

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নানান জনকল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নিয়ে থাকে ৩ বিজিবি লোগাং জোন। যার মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, সেলাই মেশিন বিতরণ, ভ্যান গাড়ি, ঢেউটিন, বই, ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সামনে যাত্রী ছাউনি নির্মাণ, বিনামূল্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লোগাং জোন সদর দপ্তরে মোয়াপাড়া হেফজ খানার জন্য কম্পিউটার, প্রিন্টার, মসজিদ সংস্কার ও বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে আর্থিক অনুদান দেয়া হয়।

লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম উপস্থিত থেকে এসব অনুদান তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মো. মশিউর রহমান।

অনুদান পেয়ে ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা জানান মোল্লাপাড়া হেফজখানার পরিচালক মাওলানা মো. জাকারিয়া ও লোগাং বাজার মাহফিল পরিচালনা কমিটির মো. আবদুল জলিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন