পানছড়ি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময়
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মায়াকানন পার্কে এই সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ বছর পর পানছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চমৎকার একটি মনখোলা মত বিনিময় সভার আয়োজন করায় পানছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষতার সহিত দল মত নির্বিশেষে প্রেস ক্লাবের নব-গঠিত কমিটিকে সকলের সঙ্গে এক হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো: জাকির হোসাইন।
Facebook Comment