পানছড়িতে মাদক বিরোধী সভা

খাগড়াছড়ি পানছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রয়ারি) দুপুর ১২টা থেকে উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাকির হোসেন উপস্থিত থেকে মাদক বিরোধী দিকনির্দেশনা তুলে ধরেন। এতে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থী সমাজে ভূমিকা শীর্ষক বিষয়াদি আলোচনা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা হাত তুলে মাদককে না বলার অঙ্গীকার করেন।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান সুবোধ চাকমা, সিনিয়র শিক্ষক সুপ্রিয় চাকমা, ঝর্ণা চাকমা, ঝুনু কান্তি দে উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে ছাত্রীদের মাঝে জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এধরনের সভা অনুষ্ঠিত হবে বলেও তারা জানান।
নিউজটি ভিডিওতে দেখুন: