পানছড়িতে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১’মার্চ ) দুপুর ১২টায় উপজেলার ফাতেমানগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যার মাঝে ছিল টেবিল, চেয়ার, বই-খাতা ও স্কুল ব্যাগ।
খাগড়াছড়ি সদর জোন ৩০ বীরের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে তোমরাই জোন কমান্ডার, ডিসি, ওসিসহ বড় বড় মানুষ হয়ে দেশটাকে চালাবে। জোন অধিনায়কের সুন্দর দিক নির্দেশনামুলক বক্তব্য শুনে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে অভিনন্দন জানায়।
সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মিলনমেলার এই বিদ্যালয়টিতে ভবিষ্যতে আরো সহযোগিতার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন তিনি।
এছাড়া পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, ক্যাপ্টেন মাহিম, অ. লে. মোস্তফা কামাল, বিদ্যালয় প্রধান সাদেকুল ইসলাম, শিক্ষক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।