পানছড়ি বিএনপিতে ত্রিপুরা সম্প্রদায়ের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপিতে ত্রিপুরা সম্প্রদায়ের সকল গ্রাম কমিটির সাংগঠনিক সভা শনিবার সকাল ১০টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি কিনারাম ত্রিপুরার সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মনিন্দ্র কিশোর ত্রিপুরা, পানছড়ি উপজেলা বিএনপির সবাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ লতিফি, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
নির্দলীয়, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবীতে ত্রিপুরা সম্প্রদায়ের এই সাংগঠনিক সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য সম্পাদক ফনিভূষন ত্রিপুরা, জেলা যুবদলের নেতা রিপন ত্রিপুরা, উপজেলা যুবদলের সভাপতি শাহিন মৃধা, জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক প্রসান্ত ত্রিপুরা, পানছড়ি উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ নুরুল কায়েস শিমূল প্রমূখ।
পানছড়ির মনিন্দ্র লাল ত্রিপুরার সঞ্চালিত সভায় প্রধান অতিথি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে না। কেন্দ্র ঘোষিত নির্বাচন প্রতিরোধ কল্পে আমরা প্রতিটি কেন্দ্রের জন্য সংগ্রাম কমিটি করছি। বক্তাগন আরো বলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আমরা ঐক্য বন্ধভাবে একদলীয় নির্বাচন প্রতিহত বা বয়কট করবো।