পেকুয়ায় গৃহবধূর আত্মহত্যা
কক্সবাজারের পেকুয়ায় চুমকি আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওযার্ডের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার ওমান প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী।
নিহত গৃহবধূ চুমকির শ্বশুড় রফিক আহমদ জানান, বিকেল ৩টার দিকে প্রবাস থেকে আমার ছেলে সোহেল মিয়া ফোনে আমার মেজো ছেলে শহীদকে জানান সোহেলের বউ রুমের দরজা বন্ধ করে গলা ফাঁস নিচ্ছে। তাৎক্ষণিক আমার ছেলে শহিদ বাড়ীতে এসে জানালা দিয়ে আমার পুত্রবধূকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় বাড়ীর সদস্যরা পাশের অন্যঘরে অবস্থান করছিল। ঘটনার বিষয়ে থানায় ফোন দিলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, গত ৬ মাস আগে সোহেল মিয়ার সাথে পেকুয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেহেরনামা তেলিয়াকাটা এলাকার জাকারিয়ার মেয়ে চুমকি আক্তারের সাথে বিয়ে হয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের ১ মাস পর স্বামী সোহেল প্রবাসে চলে যায়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।