পেকুয়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় পানিতে ডুবে সালমা আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টায় পেকুয়া সদর ইউপির সাবেকগুলদি টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার শাহাবুদ্দিনের মেয়ে ও সাবেকগুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি ছাত্রী।
জানা যায়, দিনমজুর শাহাবুদ্দিন বাড়ির পাশে একটি খালে কাঁদা তুলছিল। কোন সময়ে তার মেয়ে সালমা ওই খালে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে তাকে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন সমাজপতি মনছুর আলম।
ঘটনাপ্রবাহ: পেকুয়া, মৃত্যু, শিশু
Facebook Comment