প্রথমবারের মত রাঙামাটিতে ৪ জন করোনা শনাক্ত
রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা হানা দিয়েছে। ২০২ জনের নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে ৪ জনের এবং নেগটিভ এসেছে ১৯৮ জনের।
বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরিক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটির প্রধান ডা. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তিরা রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার ১জন, দেবাশিষ নগর এলাকার ১জন এবং রাঙামাটি সদর হাসপাতাল এলাকার ২জন। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের একজন সেবিকা (নার্স) রয়েছেন।
এদিকে রাঙামাটি জেল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে সর্বমোট কোয়ারেন্টিনে আছে ২০০৫জন। এরমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৬২৯ এবং হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৩৭৬জন।
তবে এখন পর্যন্ত রাঙামাটিতে ৪৬৭ জনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। সর্বশেষ নমুনা পাঠানো হয়েছে ২৭০জনের। তারমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২০২ জনের। কোভিট-১৯ পজেটিভ পাওয়া গেছে ৪ জনের এবং নেগেটিভ পাওয়া গেছে ১৯৮ জনের। রিপোর্ট পাওয়া বাকী আছে ৬৮ জনের। তবে আইসোলোশনে কোন রােগী নেই।